ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়াকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়াকে ভিক্ষুকমুক্ত ঘোষণা জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের হাত থেকে টাকা নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের আলাউদ্দিন খাঁ পৌর-মিলনায়তনে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের’ আওতায় ৫১ জন ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে তাদের প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা, দুই কেজি চাল প্রাথমিকভাবে দেওয়া হয়।

 

সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজসেবা প্রকল্পের আওতায় এই কার্যক্রম নেওয়া হয়েছে।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।  

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, পৌরমেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসাদুল হাসান তাপস।  

সভায় প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক ভিক্ষুককে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।