ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪১, সেপ্টেম্বর ২৮, ২০২০
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

ঢাকা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ  প্রকাশ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধীদলীয় নেতা।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, গুরুত্বপূর্ণ অনেক আইনি বিষয়ে মাহবুবে আলম দক্ষতার পরিচয় দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার, জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিচার, সংবিধানের ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ অসংখ্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ইতিহাসের অংশ হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের আইন অঙ্গণে প্রয়াত মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তাঁর মত বিচক্ষণ আইন বিশেষজ্ঞের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসএমএকে/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।