ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য আটক

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মো. নিবিড় হাসান ওরফে আব্দুর রহিম (১৯) নামে নিষিদ্ধে ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রোববার (২৭ সেপ্টেম্বর) তাকে আটক বিষয়টি জানান র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক নিবিড় হাসান নিষিদ্ধ আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য এবং গত ৩ বছর ধরে সংগঠনের সঙ্গে জড়িত। তিনি একটি ম্যাসেঞ্জার আইডির অ্যাডমিন হিসেবে বিভিন্ন উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এছাড়া নিবিড় তার দু’টি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী পোস্ট লিখা ও ভিডিও আপলোড করে আনসার আল-ইসলামের বিভিন্ন জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।