ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে সাপের ছোবলে তরুণীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
আদিতমারীতে সাপের ছোবলে তরুণীর মৃত্যু  ছবি সংগৃহীত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাপের ছোবলে আশা মনি (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

আশা মনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ বাজার এলাকার আশরাফুল আলমের ছেলে।  

স্থানীয়রা জানান, আদিতমারীর সারপুকুর গ্রামের নানা জহির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন আশা মনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে দিনগত রাতে বিষধর একটি সাপ তাকে কামড় দেয়। টের পেয়ে রোববার সকালে স্বজনরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান বিষয়টি  বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।