ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ ও পারভেজ হাসান

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ ও শরিয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজকে চাঁপাইনবাবগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে শরিয়তপুরের ডিসি নিয়োগ দিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পৃথক আদেশে চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ. জেড. এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং শরিয়তপুরে ডিসি কাজী আবু তাহেরকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসাবেও দায়িত্ব পালন করে থাকেন। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।