ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ড. মোমেন-প্রিন্স ফয়সালের আলাপ রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ড. মোমেন-প্রিন্স ফয়সালের আলাপ রোববার ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার ( ২৭ সেপ্টেম্বর) টেলিফোনে আলাপ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

রোববার বিকেল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে টেলিফোন আলাপ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি করোনা ভাইরাসকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর একাধিকবার টেলিফোন আলাপ হয়েছে। তবে এবারের আলাপে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়টি উঠতে পারে। এছাড়াও সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্লেনের টিকিট জটিলতা, প্রবাসী কর্মীদের সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad