ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাণীশংকৈলে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
রাণীশংকৈলে বজ্রপাতে ২ জনের মৃত্যু ...

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত দু’জন হলেন- দুর্লভপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২০) ও একই গ্রামের নাসিরুলের ছেলে আরিফুল ইসলাম (১০)। বজ্রপাতে আহত ব্যক্তির নাম আব্দুর রউফ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের সাকাইকুড়া নামক কান্দরে মাছ ধরছিলেন ওই তিনজন। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে ওই দু’জনে মৃত্যু হয় এবং গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে হস্তান্তর  করা হয়েছে।  

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।