ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কীর্তনখোলা নদী দূষণমুক্ত করার দাবি

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
কীর্তনখোলা নদী দূষণমুক্ত করার দাবি কীর্তনখোলা নদী

ব‌রিশাল:  বিশ্ব নদী দিবসে বরিশালের কীর্তনখোলা নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

শনিবার (২৬ সে‌প্টেম্বর) বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বরিশাল নদী দিবস উদযাপন পরিষদ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিভাগীয় সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম জানান, তারা সাম্প্রতিক এক জরিপে কীর্তনখোলা নদীর বেলতলা, জেলখাল, রসুলপুর, চরকাউয়া খেয়াঘাট, ডিসি ঘাট এবং ত্রিশ গোডাউন এলাকায় দখল এবং দূষণের চিত্র পেয়েছেন।

দখল উচ্ছেদ এবং দূষণ বন্ধ করে কীর্তনখোলা নদীর প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলা‌দেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৬, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।