ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িমারীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১০  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
বুড়িমারীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১০   ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রেনচালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার একটি ট্রেন যাত্রী নিয়ে লালমনিরহাটের দিকে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে ৭শ মিটার দূরে ঘুন্টি এলাকায় পৌঁছলে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তবে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বুঝতে পেরে ট্রাকচালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও ট্রেনচালক জহুরুলসহ ট্রেনের ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।  

বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে আধা ঘণ্টা পরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।