ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস হাসান শুভ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

শুভ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। বর্তমানে দক্ষিণ কমলাপুর পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বিএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।  

প্রতিবেশী শাহাদৎ হোসেন ফাহিম বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাসার সামনে গলির সড়কে ক্রিকেট খেলতে ছিলেন তারা। এসময় বল একটি বাড়ির টিনের চালে আটকে যায়। শুভ পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি বেয়ে বল আনতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।