ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

শনিবার ৪৫০ জন সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, সেপ্টেম্বর ২৬, ২০২০
শনিবার ৪৫০ জন সৌদি এয়ারলাইন্সের টিকিট পাবেন টিকিট দেওয়া হচ্ছে সৌদি প্রবাসীদের, ফাইল ফটো

ঢাকা: শনিবার (২৬ সেপ্টেম্বর) ৪৫০ জনকে সৌদি আরব যাওয়ার প্লেনের টিকিট দেবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হবে।

 

সৌদি এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সংস্থাটি।  

কারওয়ান বাজারে এয়ারলাইন্সের অফিসে টিকিটের জন্য অনেক প্রবাসীকে অপেক্ষা করতে দেখা গেছে। টিকিট প্রত্যাশীদের টোকেন নম্বর অনুসারে সিরিয়ালি টিকিট বিতরণ করেছে এয়ারলাইন্সটি।  

৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে। এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের আগামী ২৭ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।