ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে রাস্তার পাশে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টাঙ্গাইলে রাস্তার পাশে গ্যাস লাইনে লিকেজ, আতঙ্কে এলাকাবাসী রাস্তার পাশে গ্যাস লাইনে লিকেজ। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে গ্যাস লাইনে লিকেজ হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছে স্থানীয় এলাকাবাসী ও রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

 

স্থানীয়রা জানান, গত চার দিন আগে থেকে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে গ্যাস বের হচ্ছে। এ নিয়ে কর্তৃপক্ষকে জানালেও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ফকিরের বাসার ৫০ গজ দূরে ওই স্থানে গিয়ে দেখা যায় মেইন রাস্তার পাশে গ্যাস পাইপ লিক হয়ে গ্যাস বের হচ্ছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসী ও রাস্তা দিয়ে চলাচল করে সাধারণ মানুষ। তারা অতি দ্রুত এই গ্যাস লাইন মেরামতের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ