ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কারওয়ান বাজারে ফের সড়ক অবরোধ, তীব্র যানজট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
কারওয়ান বাজারে ফের সড়ক অবরোধ, তীব্র যানজট  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রবাসীরা, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দেওয়ার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি গমনেচ্ছু কর্মীরা।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টা থেকে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে রাখে প্রবাসীরা।

 

সড়ক অবরোধের ফলে কারওয়ান বাজার থেকে ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছে প্রবাসীরা। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।  

পুলিশ তাদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক করে দিতে বারবার অনুরোধ করছে। কিন্তু পুলিশের কথায় কোনো কর্ণপাত করছে না তারা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।