ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফের লাইনচ্যুত ট্রেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ফের লাইনচ্যুত ট্রেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ বন্ধ লাইনচ্যুত ট্রেন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: একদিন না পেরুতেই আবারো লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন। ফলে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌনে ১১টায় শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ২ নম্বর রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছিল।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার, সারাদিন এমনকি রাতও লাগতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে।  
তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি কিংবা কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ