ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি নিখোঁজ ২ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি নিখোঁজ ২ জনের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরের উপকণ্ঠ হারুপুর এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ১৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ দু’জনের সন্ধান এখনো মেলেনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন।

এখনো ওই এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ অন্যজন সূচনার চাচাতো ভাই রিমন। তার বাড়ি নওগাঁয়। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, ‘এখনো দু’জনের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। ডুবে যাওয়া নৌকার স্থান চিহ্নিত করে এর আশপাশে অভিযান চলছে। নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। নদীর তীব্র স্রোতের কারণে কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে যাবে। ’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হারুপুর এলাকায় পদ্মা নদীতে মাঝি এবং ১৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১৩ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।