ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোমস্তাপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
গোমস্তাপুরে বজ্রপাতে জেলের মৃত্যু প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রাম সংলগ্ন বড় বিল নামক স্থানে নৌকায় মাছ ধরার সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত পারভেজ (২৫) বেগপুর গ্রামের নওশদ আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের গোলাম রাব্বানীর ছেলে করিম (২৮), আব্দুল মান্নানের ছেলে নাজির (২০), রুহুল আমীনের ছেলে রাসেল (১৪), আলমগীরের ছেলে জিলহাজ্জ্ব (১২) ও সাইদুর রহমানের ছেলে সুমন (২১)।   

স্হানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রাম সংলগ্ন বড় বিলে নৌকায় চড়ে একদল জেলে মাছ ধরছিলেন। ওই সময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে নৌকায় থাকা পারভেজ, করিম, নাজির, রাসেল, জিলহাজ্জ্ব ও সুমন আহত হন।  

আহতদের উদ্ধার করে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আব্দুল করিম রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।  

গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।