ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


  ফাইল ফটো

সিলেট: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

 
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের আখালিয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফরিদ উদ্দিন নগরের আখালিয়া ধানুহাটারপার এলাকার রানা মিয়ার কলোনির বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
 
আহতরা হলেন ওই এলাকার কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫) ও মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথে আখালিয়া বিজিবির তিন নম্বর গেটের সামনে রাস্তার আইল্যাণ্ডের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিনজনই রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
 
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  
 
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।