ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমারখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
কুমারখালীতে শিশুকে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার গ্রেফতার নায়েব আলী। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে এক শিশুকে (৫) বলাৎকারের অভিযোগে নায়েব আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নায়েব আলী ওই এলাকার উকিল শেখের ছেলে।  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেমর) সকালে শিশুটি তাদের বাড়ির আঙিনায় ধুলোমাটি নিয়ে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নায়েব আলী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী শফিকের নির্জন বাড়িতে নিয়ে বলাৎকার করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তিনি দৌড়ে পালিয়ে যান।  

ঘটনায় পরে শিশুটির মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১ তারিখঃ ২৫/০৯/২০২০। পরে মামলার পরিপ্রেক্ষিতে বিকেলে অভিযান চালিয়ে নায়েব আলীকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।