ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় নৌকাডুবি: বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ নিখোঁজ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
পদ্মায় নৌকাডুবি: বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ নিখোঁজ ২

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হারুপুরে পদ্মা নদীতে ছোট ইঞ্জিনচালিত নৌকা ডুবে দু’জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী সূচনা ও রিমন নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার একই পরিবারের আত্মীয় স্বজনসহ ১৫ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায় ১৩ জন যাত্রী। বাকি দু’জন নিখোঁজ রয়েছে।

তিনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

এদিকে, ঘটনার পর সন্ধ্যায় রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন ও উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।