ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
আদিতমারীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রফুল্য কুমার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ি উত্তরটারী গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত শষীকান্তের ছেলে।

কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল বাংলানিউজকে জানান, টানা বৃষ্টির কারণে কৃষি জমিতে কাজ না থাকায় দিনমজুর প্রফুল্য বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই বিলে কাজে গিয়ে প্রফুল্যের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।