ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে নিখোঁজ হওয়ার দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
জয়পুরহাটে নিখোঁজ হওয়ার দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

জয়পুরহাট: নিখোঁজ হওয়ার দুই দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপের হাট সংলগ্ন বড় ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় আবু হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

হোসেন জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া-ঢোল পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বুধবার বিকেলে হোসেন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দুদিন ধরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।  

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন ওই ব্রিজের নীচের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।