ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুয়াটুলীতে নকল ক্যালকুলেটর বিক্রি, ২৭ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
পাটুয়াটুলীতে নকল ক্যালকুলেটর বিক্রি, ২৭ লাখ টাকা জরিমানা  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঢাকা: ক্যাসিও, সিটিজেনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যালকুলেটর বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কোতোয়ালী থানার পাটুয়াটুলী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১০।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-রিঙ্কু এন্টারপ্রাইজের আশরাফুলকে এক বছর, আশরাফ এন্টারপ্রাইজের শরিফ ও রাজুকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, কোতোয়ালি থানার পাটুয়াটুলী এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যালকুলেটর বিক্রির অপরাধে আটটি প্রতিষ্ঠানকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলেও জানান সারওয়ার আলম।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।