ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দপুরে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দপুরে গ্রেফতার গ্রেফতার লুৎফর রহমান

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে লুৎফর রহমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলাগাছ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার ধলাগাছে গৃহবধূসহ শিশুকে অপহরণের দায়ে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দেন নীলফামারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আহসান তারেক। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন বিচারক।

গোপন সংবাদে খবর পেয়ে ধলাগাছ এলাকা থেকে পলাতক ওই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান ও উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।