ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
মুজিববর্ষের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি একটি আনন্দদায়ক বিষয়, যার ইতিবাচক প্রভাব পরিবেশের উপর পড়বে।

দেশব্যাপী ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর ফলে পরিবেশ বসবাস উপযোগী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও আমরা লাভবান হবো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি একথা বলেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপণ অব্যাহত রয়েছে।  

বৃহস্পতিবার এ কর্মসূচিতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, শওকত হাচানুর রহমান (রিমন), মো. ছলিম উদ্দীন তরফদার ও জিন্নাতুল বাকিয়া এমপি।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
                                                        
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।