ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মিলিমিটার বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মিলিমিটার বর্ষণ, নদ-নদীর পানি বৃদ্ধি ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন নদ- নদীর পানি কিছুটা বেড়ে গেলেও বিপৎসীমার সীমার নিচেই রয়েছে।

 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও জেলার নদ-নদীর পানি সাতটি পয়েন্টের মধ্যে সবগুলোইতে বিপৎসীমার নিচেই রয়েছে। পাউবোর পক্ষ থেকে পানি বৃদ্ধির বিষয়টি নজরদারি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ