ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু 

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলাহী মোল্যা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাহী মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে।  

পুলিশ জানায়, মাগুরার কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে স্থানীয় ফকির ও মোল্যা গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের চার থেকে পাঁচ জন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এলাহী গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত এলাহীর বড় ছেলে আরব আলীর অভিযোগ, তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য এলাহীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।