ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক

বরিশাল: বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহবুদ্দিন খান বলেছেন, চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএমপি কমিশনার শাহবুদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার অন্যতম বিভাগ ডিবি। সেন্স অব সিকিউরিটি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে ডিবির মাধ্যমে। মানুষ যা করে মস্তিষ্ক থেকেই করে। মাথা থেকে সব দুষ্টু চিন্তা ঝেড়ে মুছে ফেলতে হবে। কতিপয় কিছু দুষ্টু, পচা সদস্য আছে, যারা ধর্মের কথা মাথায় নেন না, আইনের কথা মাথায় নেন না, তাদের উদ্দেশ্যে বলছি। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মানসিকতা নিয়ে জনগণকে যারা দুর্নীতি করে ভেজাল সেবা দিতে চান, তারা হুঁশিয়ার।

তিনি বলেন, অপরাধ দমনের মাধ্যমে বরিশাল মহানগরীতে ব্যতিক্রমী কিছু উপহার দিতে হবে। উদ্যম, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছি। আরও যত প্রকার সাপোর্ট প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছি। ভেজালমুক্ত খাদ্য যেমন সবাই প্রত্যাশা করে, তেমনি নির্ভেজাল সেবা সবাই প্রত্যাশা করেন।
শুধু মুখের কথা নয়, দুর্নীতিমুক্ত নির্ভেজাল সেবা দিয়ে জনগণের ট্যাক্সের টাকার মূল্যায়ন করতে হবে। ব্রিটিশ আমলের যত অপসংস্কৃতি রয়েছে তা অবশ্যই ভাঙতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুরুল করীম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।