ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দোকান ভাড়ার কথা বলে মালিককে গুলি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
দোকান ভাড়ার কথা বলে মালিককে গুলি 

ঢাকা: রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মমিন আলী (৪৯) নামের এক ব্যবসায়ী আহত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত মমিন আলী সবুজবাগ মাদারটেক এলাকায় বসবাস করেন। খিলগাঁও নাগদারপাড় এলাকায়ও তার বাড়ি আছে এবং মাছের খামার আছে। সেখানের দুইটি দোকানের মালিক তিনি।  

গুলিবিদ্ধ মমিন আলী বলেন, সন্ধ্যার দিকে মাছের খামার এলাকায় দেখতে গেলে এক মোটরসাইকেলে দু'জন যুবক আমার সামনে এসে দাঁড়ায়। দোকান ভাড়া নেবে বলে জানায়। তখন তাদেরকে নিয়ে দোকান দেখাতে যাই। কিছু বুঝে উঠার আগে আমাকে লক্ষ্য করে তারা তখন গুলি করে। একটি গুলি আমার ডান পায়ের উরুতে লাগে। পরে চিৎকার দিলে তারা পালিয়ে যায়।  

তবে কারা বা কেন তাকে গুলি করেছে তা জানা যায়নি। এলাকায় কেউ কখনো তার কাছে চাঁদা দাবি করেনি বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মমিন আলীর ডান পায়ের রানে একটি গুলি লেগেছে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল কাজ করছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।