ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে বৃদ্ধ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে বৃদ্ধ! আবুল কাসেম হাওলাদারকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা সহকারী ভূমি কমিশনারকে (এসিল্যান্ড) ঘুষ দেওয়ার অপরাধে আবুল কাসেম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী ওই বৃদ্ধকে এ দণ্ড দেন।



উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, খাস জমি ইজারা একটি পক্ষ ভোগ দখল করছে। ওই জমি অবৈধভাবে ইজারা নেওয়ার জন্য আবুল কাসেম হাওলাদার এসিল্যান্ডের অফিস কক্ষে গিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়। তখন এসিল্যান্ড পুলিশে খবর দিয়ে ওই বৃদ্ধকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।