ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে বইছে তিস্তার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে বইছে তিস্তার পানি

নীলফামারী: উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের ফলে পানি বেড়েই চলেছে তিস্তা নদীতে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে পানি।

এর আগে, দুপুর ১২টা ও বিকেল ৩টায় বিপৎসীমা (৫২.৬০) বরাবর অবস্থান করছিল দেশের বৃহৎ এই সেচ প্রকল্পের ব্যারেজ পয়েন্টে। সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
 
পানি বাড়ার ফলে পূর্ব ছাতনাই, ঝুনাগাছ চাপানী, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, খগাখড়িবাড়ি ও নাউতারা ইউনিয়নের নদী বেষ্টিত নিম্নাঞ্চল এলাকায় পানি প্রবেশ করেছে।
 
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বাংলানিউজকে জানান, দুই দিনের ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলের কারণে পানি বেড়েছে তিস্তা নদীতে। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষরা বিপাকে পড়েছেন। এসব এলাকায় খোঁজখবর রাখা হচ্ছে।
 
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।