ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ফিস প্লেট ভেঙে যাওয়ায় ট্রেন চলছে ঝুঁকি নিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
টাঙ্গাইলে ফিস প্লেট ভেঙে যাওয়ায় ট্রেন চলছে ঝুঁকি নিয়ে ফিস প্লেট ভেঙে গেছে

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর-এলেঙ্গা রাজাবাড়ী এলাকায় রেল ক্রসিংয়ে রেললাইনের ফিস প্লেট ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে।  

তবে এতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম।

 

তিনি বাংলানিউজকে জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফিস প্লেটটি ভেঙে গিয়ে ওপরের পাত একটু সরে গেছে। বিকেল থেকেই সেটি মেরামতের কাজ চলছে। তবে এটি ভাঙার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালের মধ্যে এটি মেরামত করা সম্ভব হবে বলেও আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।