ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল নকল প্রসাধনী জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল নকল প্রসাধনী জব্দ সাতক্ষীরায় বিপুল নকল প্রসাধনী জব্দ যৌথ বাহিনীর করেছে যৌথ বাহিনী, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোর নামে একটি দোকানে অভিযান চালিয়ে দেশি-বিদেশি নামি-দামি ব্র্যান্ডের চার হাজার ৫৬টি নকল প্রসাধনী জব্দ করেছে যৌথ বাহিনী। যার দাম প্রায় আট লাখ টাকা।

এছাড়া এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সুলতানপুর বড় বাজারের আলমগীর স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়।  

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সুলতানপুর বড়বাজারে অভিযান চালানো হয়। এ সময় আলমগীর স্টোরের গুদাম থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন জনসন বেবি পাউডার, ক্রিম, ল্যাকমে ক্রিম, ফগস পারফিউম, ক্লিন অ্যান্ড ক্লিন ক্রিমসহ ৬২ রকমের চার হাজার ৫৬টি নকল প্রসাধনী জব্দ করা হয়। নকল এসব প্রসাধনীর গায়ে নামি-দামি কোম্পানির স্টিকার লাগিয়ে তা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হতো। নকল প্রসাধনী বাজারজাত ও প্রতারণার দায়ে আলমগীর স্টোরের মালিক আলমগীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জাকির হোসেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমানসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।