ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একমাত্র ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি সামাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
একমাত্র ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি সামাদের রবিউল ইসলাম

খুলনা: রবিউল ইসলাম, বাবার একমাত্র ছেলে। বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামে।

টগবগে এ যুবক ব্যবসা করে সংসারের হাল ধরেছিলেন। এক বছর আগে তার ক্যানসার ধরা পড়ে।  দেশের বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া শুরু হয়। কিন্তু দিন দিন অবনতি হওয়ায় বাবা আব্দুস সামাদ শেখ তার সহায় সম্বল বিক্রি করে একমাত্র ছেলের প্রাণ রক্ষায় ভারতের ব্যাঙ্গালোরে পাঠান। সেখানে বৈদেহি হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারে নতুন করে চিকিৎসা শুরু হয় রবিউলের।  
বর্তমানে অর্থের অভাবে ক্যানসার আক্রান্ত এই যুবকের চিকিৎসা বন্ধ রয়েছে। একমাত্র সন্তানের চিকিৎসা করাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন বাবা আব্দুস সামাদ। কেবল বিত্তবান না, প্রধানমন্ত্রীর কাছেও সাহায্যের আকুতি জানিয়েছেন তিনি।
 আব্দুস সামাদ বলেন, ‘এদেশের অনেক অসহায় মানুষের পাশে প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছেন। আমার একমাত্র ছেলের প্রাণ রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে অর্থনৈতিক সাহায্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। এ কারণে তার সাহায্য প্রার্থনা করছি। ’
রবিউল ইসলামকে সাহায্য পাঠানো যাবে একাউন্ট নম্বর ০২০০০১৪৮৬৭৯৬৪, অগ্রণী ব্যাংক, জায়গীরমহল শাখা। বিকাশ নম্বর ০১৭২০-০০৬৩১৫ (পার্সোনাল)।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।