ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাঙা রাস্তায় বিদ্যুতের খুঁটিতে ফুলের টব!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ভাঙা রাস্তায় বিদ্যুতের খুঁটিতে ফুলের টব! ভাঙা রাস্তায় বিদ্যুতের খুঁটিতে ফুলের টব। ছবি: মাহমুদ হোসেন

সিলেট: কিছুদিন আগেও খুঁটিবিহীন হয়েছিল সিলেট নগরী। মাটির নিচে নেওয়া হয়েছিল বিদ্যুৎ লাইন।

কিন্তু লাইট পোস্টের ব্যবস্থা না থাকায় ফের খুঁটিতে ভরসা করতে হলো নগর কর্তৃপক্ষকে। আর বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে আবারও খোঁড়াখুড়ি। তাতে রাস্তায় সৃষ্ট খানাখন্দতে জমেছে বৃষ্টির পানি। তাতে ভোগান্তির অন্ত নেই পথচারীদের।

অন্যদিকে নগরের ভাঙা রাস্তা-ঘাটে ভোগান্তি বাড়লেও রাস্তার মাঝখানে ঠায় দাঁড়ানো বিদ্যুতের খুঁটিতে চলছে সৌন্দর্যবর্ধন। বিদ্যুতের খুঁটিতে লোহার পাত দিয়ে ফুলের টব লাগিয়ে দেওয়া হয়েছে।  নগরের বাসিন্দাদের অনেকেই বলেছেন, নগরের জিন্দাবাজার সড়কই নয়, মিরাজাবাজার, নাইওরপুল, সুবহানিঘাট, পাঠানটুলা কদমতলীসহ বিভিন্ন সড়কে বেহালদশা। রাস্তায় খানাখন্দ থাকলেও খুঁটিতে ফুলের টব মানুষকে হাস্যরস্যের যোগান দিচ্ছে।

বিশেষ করে রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডার করতে গিয়ে আবারও খোঁড়াখুড়ি করা হয়েছে। অনেক স্থানে খানাখন্দ ভরে আছে পানিতে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অসমাপ্ত এসব উন্নয়ন কাজ নগরবাসীকে ভোগাচ্ছে বেশ। সিসিক সূত্র জানায়, করোনার কারণে সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়ন কাজ থমকে আছে। তবে বৃষ্টি নামা শেষ হলেই রাস্তার কাজে হাত দেওয়া হবে।  

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, রাস্তার কাজ আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটিতে ফুলের টব ব্যবসায়ী বসিয়েছেন। অনেকে মনে করছেন, এটা সিটি করপোরেশনের কাজ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।