ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় দেয়াল ধসে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
গাইবান্ধায় দেয়াল ধসে ২ জনের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধায় দোকানঘর ভাঙার সময় দেয়াল ধসে শ্রমিক আজাদ মিয়া (২৭) ও পথচারী আব্দুল ওয়াহেদ (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আজাদ মিয়া সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। এছাড়া পথচারী আব্দুল ওয়াহেদের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। আব্দুল ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে চারলেন প্রকল্পের অধিগ্রহনকৃত জায়গা থেকে দোকানপাট ও বিভিন্নস্থাপনা অপসারণ কাজ চলছে। দুপুরে শহরের ডিবি রোডে রেজিস্ট্রি অফিসে সামনে দোকান ভাঙার সময় দেয়াল ধসে ঘটনাস্থলেই শ্রমিক আজাদ মিয়ার মৃত্যু হয়। আহত পথচারী আব্দুল ওয়াহেদকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাশেম মিয়া নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।