ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈরী আবহাওয়ায় হাতিয়া উপকূলে নৌ-যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
বৈরী আবহাওয়ায় হাতিয়া উপকূলে নৌ-যান চলাচল বন্ধ ফাইল ফটো

নোয়াখালী: বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বৃষ্টি ও ঢেউয়ের কারণে হাতিয়া উপকূল উত্তাল রয়েছে। মৌখিক নিষেধাজ্ঞার পরও গত তিনদিন ঝুঁকি নিয়ে নৌ-যান চলাচল করে আসছিল। তাই বুধবার সকাল থেকে প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। সব নৌ-যানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

হাতিয়ার সঙ্গে জেলার মূল ভূ-খণ্ডের যোগাযোগের মাধ্যম সি-ট্রাকসহ সব যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাতিয়ার নিঝুম দ্বীপসহ বিচ্ছিন্ন চরাঞ্চলে সিগন্যাল পতাকা উত্তোলন ছাড়াও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, বৈরী আবহাওয়া কারণে নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।