ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
নওগাঁয় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ জব্দকৃত চাল । ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় একটি দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজারের খলিলের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।

খলিল চাল ব্যবসায়ী, তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামে।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দোকান মালিককে বার বার মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে ইউএনও স্যারকে অবগত করার পর দোকানের তালা ভেঙে চালগুলো জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে আসছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো জব্দ এবং দোকানঘরটি সিলগালা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।