ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ১ লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশু পাবে ভিটামিন ‘এ’

পঞ্চগড় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
পঞ্চগড়ে ১ লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশু পাবে ভিটামিন ‘এ’ পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশু পাবে ভিটামিন 'এ'। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এবার এক লাখ ৫০ হাজার ৩৭৩ জন শিশুকে ভিটামিন ‘এ' ক্যাপসুল খাওয়ানো হবে।  আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই ধাপে এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ৮৯০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩৩ হাজার ৪৮৩ জনকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ফজলুর রহমান।

সিভিল সার্জন আরও জানান, দেড় লাখ শিশুর মধ্যে সদর উপজেলায় ৩২ হাজার ৭৬৭ জন, আটোয়ারী উপজেলায় ১৭ হাজার ৯৮৬ জন, বোদা উপজেলায় ৩৬ হাজার ৬০০ জন, তেঁতুলিয়া উপজেলায় ২০ হাজার ৮২০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ছয় হাজার ৩০০ জন।

সভায় উপস্থিত ছিলেন, জেলা ইপিআই কর্মকর্তা হাসিনুর রহমান শাহ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, রফিকুল ইসলাম, আবু তোয়ালেব, বাবুল হোসাইন, রাশেদুজ্জামান প্রমূখ।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।