ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রবাসীদের ফিরতে যত ফ্লাইট প্রয়োজন অনুমোদন দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
প্রবাসীদের ফিরতে যত ফ্লাইট প্রয়োজন অনুমোদন দেওয়া হবে

ঢাকা: প্রবাসী বাংলাদেশি কর্মীদের ফেরাতে সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স যত ফ্লাইট চাইবে, তত ফ্লাইটের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।  

তিনি বলেন, বাংলাদেশিদের ফিরে যেতে সৌদি এয়ারলাইন্স যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো।

তবুও যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একই সঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

মফিদুর রহমান বলেন, আমাদের বিমানও যেন সৌদি আরব যেতে পারে, সেই চেষ্টা করছি। বিমান থেকে জানতে পেরেছি, তারা এখনও অপারেশনের অনুমতি পায়নি। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আশা করি শিগগিরই ল্যান্ডিং পারমিশন পাবো।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।