ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএসসিসি'র অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ও ক্যাবল অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ডিএসসিসি'র অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকান ও ক্যাবল অপসারণ

ঢাকা: নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় অর্ধশতাধিক অবৈধ দোকানপাট এবং ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।

এরপর রাতে পাঠানো সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।  

অভিযানে মতিঝিলের সেনা কল্যাণ ভবন থেকে ইত্তেফাক মোড় হয়ে বঙ্গভবনের কোণা পর্যন্ত এবং ধানমন্ডি ৩ নম্বর থেকে ৯/এ পর্যন্ত মোট ৪০টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখল করে পরিচালিত হওয়া প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করেন।

একইসাথে ভাম্যমান আদালত এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত অভিযানে ৩০টি স্থাপনা পরিদর্শন করেন। ২টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১ জনকে সতর্ক এবং আরেকজনকে পরিবেশের উন্নতি সাধন মর্মে মুচলেকা প্রদান সাপেক্ষে সতর্কও করা হয়।

ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত সব মিলিয়ে সোমবার মোট ৪টি মামলা দায়ের ও নগদ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
আরকেআর/ এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।