ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে
মো. তৈয়ব (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. তৈয়ব স্থানীয় দুদু মিয়ার ছেলে।  

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক যুগ ধরে স্থানীয় আবুল আলম বাহিনী ও গিয়াস উদ্দিন বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। দুই গ্রুপে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক আবুল আলম বাহিনীর সক্রিয় সদস্য এবং জসিম হত্যা মামলার পালাতক আসামি।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এমএস দৌহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।