ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ভিপি নুরকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, সেপ্টেম্বর ২১, ২০২০
ভিপি নুরকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নুরুল হক নুর, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মেডিক্যালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে নুরসহ ছয়জনকে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন তারা।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে পুলিশ পাহারায় ভিপি নুরসহ দুইজনকে একটি মাইক্রোবাসে করে মেডিক্যালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।  

সোমবার রাতে বিক্ষোভ করার সময় নুরসহ ছয়জনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন>> বিক্ষোভ মিছিল থেকে ভিপি নুর গ্রেফতার

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।