ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে তক্ষকসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
বকশীগঞ্জে তক্ষকসহ আটক ৮ তক্ষকসহ আটক প্রতারক চক্রের আটজন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাটিফাটা এলাকা থেকে তক্ষকসহ প্রতারক চক্রের আট জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে বিষয়টি জানান।

  এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়।  

আটক আটজন হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার নবীনপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামছুর রহমান সুমন, একই গ্রামের আবুল হাশেমের ছেলে নূর আলম, শ্রীবরদী পৌর এলাকার আজিজুর রহমানের ছেলে আল আমীন, সুলতান মাহামুদের ছেলে আব্দুল হালিম, সৈয়দুর রহমানের ছেলে জিয়ার আলী, মাটিফাটা গ্রামের বাছির উদ্দিনের ছেলে বিপুল, বকশীগঞ্জ পৌর এলাকার তিনানীপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে বিপ্লব ও নিলক্ষিয়ার দাড়িপুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে আবজাল শরীফ।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, তক্ষক দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে মাটিফাটা এলাকা থেকে ওই আট জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত একটি তক্ষক।  

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, দুপুরে আটক ওই আট জনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।