ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বস্তির বৃষ্টিতে খুলনায় কমলো গরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
স্বস্তির বৃষ্টিতে খুলনায় কমলো গরম স্বস্তির বৃষ্টিতে খুলনায় কমলো গরম

খুলনা: আশ্বিনের সূর্যের কড়া তেজে খুলনায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছিল। খটখটে রুক্ষ আবহাওয়ায় ভ্যাপসা গরমে-ঘামে মানুষ হাঁসফাঁস করছিল।

ঘরে-বাইরে কোথাও স্বস্তি ছিল না। আকাশে শীতল মেঘের আনাগোনা হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি।

হঠাৎ ক্ষণিকের বৃষ্টিতে মাটিও ভেজে না। গরম যেন আরও বেড়ে যায়। অবশেষে রোববার (২০ সেপ্টেম্বর) ও সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে খুলনায়। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। জনমনে ফিরেছে স্বস্তি।

অস্বাভাবিক গরমের কারণে বিভিন্ন রোগ-ব্যাধির প্রকোপ দেখা দিয়েছিল। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটের পীড়ায় ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছিল। হাসপাতালেও রোগীদের ভিড় বেড়ে গিয়েছিল। এমন সময় বৃষ্টিতে জনজীবনে কিছুটা প্রশান্তি মিলেছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে রোববার ও সোমবার সকালে। এসময় প্রায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে গরম অনেকটা কমেছে। সামনে আরও কমবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।