ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় মুজিববর্ষ উপলক্ষে মৎস্যমন্ত্রীর বৃক্ষরোপণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
খুলনায় মুজিববর্ষ উপলক্ষে মৎস্যমন্ত্রীর বৃক্ষরোপণ গাছের চারা রোপণ করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

খুলনা: খুলনায় মুজিববর্ষ উপলক্ষে ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ করেন তিনি।

এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক, মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।