ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টুইট বার্তায় বলেছেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে টুইট বার্তায় বিএনপির মহাসচিব বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থতা, সরকারের দুর্নীতি ও উদাসীনতার স্বাক্ষর।

বিএনপি মহাসচিব মির্জা আলমগীর’র টুইটার অ্যাকাউন্ট https://twitter.com/MirzaAlamgirBD- এ পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি বিষয়ে টুইট করেন তিনি।

বাংলা টুইটে তিনি লেখেন, করোনা ভাইরাস বিশ্ব মহামারিকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ, নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। ২০১৯ এ পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল। সেই সঙ্কট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা, ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এমএইচ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।