ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
মুন্সিগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মুন্সিগঞ্জ: মেয়াদোত্তীর্ণের তারিখ, সব্বোর্চ খুচরা মূল্য বিহীন পণ্যে বিক্রিসহ বিভিন্ন অপরাধে মুন্সিগঞ্জ সদর উপজেলার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (২০ সেপ্টেম্বর) এ জরিমানা করেন অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

 

বাংলানিউজকে আসিফ আল আজাদ জানান, মুন্সিগঞ্জ পৌরসভার সুপার মার্কেট ও জেলা সদর রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের মোড়কের গায়ে মূল্য, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিখা না থাকায় চৈতি স্টোরকে ছয় হাজার; খোলা অবস্থায় খাদ্যসামগ্রী সাজিয়ে রাখায় আনন্দ সুইট মিটকে তিন হাজার, একই অপরাধে মধুবন মিস্টি ও দেশপ্রিয় মিস্টান্ন ভাণ্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে মুন্সিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর লীনা সাহা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।