ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা। ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তুর্য্য (২৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

তুর্য্য নির্মাণধীন নীলফামারী-ডোমার সড়কের ঠিকাদারের ভেকু মেশিন অপারেটরের কাজ করতেন বলে জানা যায়। তার বাড়ি ঝিনাইদাহ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুর্য্য মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় মরিচ বোঝাই একটি পিকআপ ভ্যানও  একই দিকে আসছিল। হঠাৎ মোবাইল বেজে উঠলে তুর্য্য রাস্তার ওপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরতে গেলে পেছন থেকে আসা মরিচ বোঝাই পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তুর্য্য।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর সহায়তায় পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।