ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে গাঁজাসেবীর কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
কালীগঞ্জে গাঁজাসেবীর কারাদণ্ড  আব্দুর রশিদ (বাঁ থেকে দ্বিতীয়),  ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে আব্দুর রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন উপজেলার কাকিনা ইউনিয়নের মিলন বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রশিদ উপজেলার কাকিনা ইউনিয়নের বানপাড়ার আব্দুল মজিদের ছেলে।  

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার বাংলানিউজকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলার মিলন বাজার এলাকায় গাঁজাসেবনরত অবস্থায় আব্দুর রশিদকে আটক করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এ সময় তার কাছ থেকে একশ’ টাকা জরিমানা আদায় করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুর রশিদকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।