ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় মেজর পরিচয়ে প্রতারণা, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
কুমিল্লায় মেজর পরিচয়ে প্রতারণা, যুবক আটক

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. ইমামুল ফেরদৌস সোহাগ (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

ইমামুল ফেরদৌস সোহাগ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নওহাটা গ্রামের  জামাল উদ্দিনের ছেলে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযোগের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, যেখানে সেনা ইউনিফর্মে তার নাম মেজর বিজন চৌধুরী রয়েছে। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন সার্টিফিকেট, প্রশংসাপত্র, জন্মনিবন্ধন, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।